Logo

সারাদেশ

ময়মনসিংহে বাসচাপায় নারীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২০:২১

ময়মনসিংহে বাসচাপায় নারীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।  

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস চুরখাই পাঁচ রাস্তা মোড়ে যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারী মারা যান। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

দুর্ঘটনার পরপরই ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয়রা সড়কে আগুন জ্বালিয়ে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘নিহত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসচালককে আটকের চেষ্টা চলছে।’  

তিনি আরও বলেন, ‘বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

নাজমুস সাকিব/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর