কক্সবাজারে ছবি তুলে পর্যটকদের হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২১:৫৭

ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজার সমুদ্র সৈকতে ছবি তুলে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে ১৭টি ক্যামেরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) কক্সবাজার শহরের পর্যটন জোনের সুগন্ধা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সৈকতের ফটোগ্রাফারদের শৃঙ্খলায় আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
তিনি বলেন, ‘পর্যটকদের ছবি তোলা নিয়ে প্রায়ই ফটোগ্রাফারদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। এ ধরনের ঘটনা রোধে ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে ১৭টি ক্যামেরা জব্দ করেছে। পাশাপাশি ফটোগ্রাফার সমিতির সদস্যদের সতর্ক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সৈকতে পর্যটকদের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই