Logo

সারাদেশ

নলছিটিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৩:৩৬

নলছিটিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠির নলছিটিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি হাফিজুল ইসলাম নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মো. মজিদ হাওলাদারের ছেলে। বরিশালের পারিবারিক আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে, ২০২০ সালে তার পূর্বের স্ত্রীর করা পারিবারিক ডিক্রি জারি মামলায় বিচার শেষে পারিবারিক আদালতের বিচারক তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ডিক্রির সমপরিমাণ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

শাহাদাত হোসেন মনু/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর