কালীগঞ্জে রেলওয়ে সেতুর নিচে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৮:৫১

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল রুটের দেওপাড়া এলাকার (ফেরিঘাট) ঘোড়াশাল রেল সেতুর নিচে বালুর উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের ধারণা, রাতে অজ্ঞাত কোনো ট্রেনের ধাক্কা লেগে ব্রিজ থেকে নিচে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০/৩২ বছর। তার গায়ে পেস্ট কালারের ফুল হাতা জার্সি এবং নীল কালারের ট্রাউজার পরিহিত ছিল।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা করছি। পরিচয় পেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে, ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহের দাফন করা হবে।
রফিক সরকার/এআরএস