Logo

সারাদেশ

ভূঞাপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠনের শীর্ষ নেতা গ্রেপ্তার

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২০:২০

ভূঞাপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠনের শীর্ষ নেতা গ্রেপ্তার

শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ওরফে আমানউল্যাহ (৩২)–কে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আমানউল্যাহ উপজেলার বাহাদীপুর গ্রামের হাসান আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার কাগমারী পাড়ার শ্বশুরবাড়ি থেকে শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় গ্রেপ্তার করা হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আব্দুল লতিফ তালুকদার/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর