Logo

সারাদেশ

পিরোজপুরে যানবাহনে অতিরিক্ত ভাড়া-গতি নিয়ন্ত্রণে অভিযান

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২০:৩২

পিরোজপুরে যানবাহনে অতিরিক্ত ভাড়া-গতি নিয়ন্ত্রণে অভিযান

ছবি : বাংলাদেশের খবর

পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায় এবং বেপরোয়া গতিতে যাত্রীবাহী পরিবহন চালানোর অভিযোগে কয়েকটি পরিবহনের বিরুদ্ধে জরিমানা ও মামলা করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে পিরোজপুর শহরের সিও অফিস, পুরাতন বাসস্ট্যান্ড সড়কসহ বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং বিআরটিএ’র যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে দুটি পরিবহনকে মোট ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৮টি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার, বিআরটিএ’র সহকারী পরিচালক মাহফুজুর রহমান এবং মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে ভিজিল্যান্স টিমের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীসেবার স্বার্থে এ অভিযান চলমান থাকবে।’

সৈয়দ বশির আহমেদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর