Logo

সারাদেশ

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৪২

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় হানিফ পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের চালকের সহকারী মো. শাহীন জানান, দুপুরে রংপুর থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার গাবতলীর উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক বাসটি সড়কের পাশে থামালে যাত্রীরা দ্রুত নেমে যায়। পরে আগুন বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসের সব সিট পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, রংপুর থেকে আসা বাসটি মহাসড়কের চক্রবর্তী এলাকায় পৌঁছালে পোড়া গন্ধ পাওয়া যায়। এ সময় যাত্রীরা বাসের নিচে আগুনের কুণ্ডলী দেখতে পেয়ে বাস সুপারভাইজারকে জানান। পরে শ্রীপুর এলাকার একটি ফাঁকা স্থানে গিয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, রাত ৮টা ৪০ মিনিটে বাসে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রার (ওভারহিট) কারণে আগুন লেগেছে। এতে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরিফুল ইসলাম সাব্বির/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর