Logo

সারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৫

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতী পল্লী বিদ্যুৎ সাবস্টেশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১২), সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৫৫) এবং অপর একজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মুরগিবাহী ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোভ্যান ঘুড়কার দিকে যাচ্ছিল। পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছালে ট্রাকটি অটোভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

ফিরোজ আল আমিন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর