‘আন্দোলনে হাসিনা মুক্ত হলেও মুক্ত হয়নি সুনামগঞ্জের বিএনপি’

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৫২

ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জ জেলা বিএনপিকে সিন্ডিকেট মুক্ত করে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকালে সুনামগঞ্জ পৌর শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা বিএনপির ত্যাগী ও নির্যাতিত তৃণমূল নেতারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান জানান, গত কয়েক বছর ধরে সুনামগঞ্জ বিএনপি বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়েছে।
‘ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ হাসিনা মুক্ত হলেও মুক্ত হয়নি সুনামগঞ্জের বিএনপি’, উল্লেখ করে তিনি বলেন, বিগত আন্দোলন সংগ্রামে ৪ শত গজের আন্দোলন করা কমিটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দীর্ঘ সাত বছর ব্যর্থ এ সিন্ডিকেট কমিটি দলের প্রতিটি কর্মকাণ্ড ছিল দলের ভিতরে বিভক্তি ও বিভাজনের। এ ধারাবাহিকতায় গত বছরের ৪ নভেম্বর সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের বোকা বানিয়ে কেন্দ্রীয় নেতাদের ভুল তথ্যের মাধ্যমে ৩২ সদস্যের জেলা কমিটি গঠন করেন।
তিনি আরও জানান, এ সিন্ডিকেট কমিটি বাতিলক্রমে পুনর্গঠনে জেলার ত্যাগী নেতারা কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন জানান। পরবর্তীতে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে গৌস মিলেমিশে কাজ করার পরামর্শ দেন। সবার সাথে আলোচনা ও দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের দ্বারা ইউনিট কমিটি গঠন করার আশ্বাস দেন। কিন্তু এ আশ্বাস বাস্তবায়ন ও নিরপেক্ষতার আচরণ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। প্রতিটি ইউনিট কমিটি তিনি নিজে থেকেই সিন্ডিকেট অনুকূলে ঘোষণা দেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল ইউনিট কমিটি প্রত্যাহারের দাবি এবং কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আ.স.ম খালিদ, ময়নুল ইসলাম, আব্দুল গফফার, আব্দুল করিম, হাবিবুর রহমান, নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
আব্দুল হালিম/এমবি