Logo

সারাদেশ

‘দৈনিক প্রান্তজন’ পত্রিকার সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৬:৩২

‘দৈনিক প্রান্তজন’ পত্রিকার সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা

আহত সাংবাদিক সাজেদুল ইসলাম সেলিম।

নাটোর সদর উপজেলার চন্দ্রকলা কলেজের যুক্তিবিদ্যা বিভাগের সিনিয়র প্রভাষক ও দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার (৬ এপ্রিল) দুপুর সোয়া বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। তারা সেলিমকে পাশের একটি চায়ের স্টলে নিয়ে তার মোবাইল ছিনিয়ে নেয় এবং হকিস্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে তাকে মারপিট করে ফেলে রেখে যায়। হামলার সময় দুর্বৃত্তরা সেলিমকে কলেজে না আসার জন্য শাসিয়ে যায়।

পরে গুরতর আহত সেলিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা জানান, সেলিমের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মারপিটে তার বাম হাত ভেঙে গেছে। বর্তমানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

এই ঘটনায় সংবাদ পেয়ে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

মেহেদী হাসান তানিম/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর