
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ওই গ্রামের হযরত আলীর মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুমাইয়া বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে সে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় দোবিলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমাইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফিরোজ আল আমিন/এমআই