লালমনিরহাটে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৯:০৯

ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির।
রোববার (৬ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে কাশীরাম আলিম মাদ্রাসা হলরুমে এ দোয়া অনুষ্ঠান ও উপকরণ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপজেলার শতাধিক এসএসসি ও আলিম পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মুহিব্বুল হাসান মিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন আবু রায়হান, সেক্রেটারি, কালীগঞ্জ পশ্চিম আদর্শ থানা শাখা।
এছাড়া, অনুষ্ঠানে ছাত্রদের জন্য শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা, কলম, এবং অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
রাহেবুল ইসলাম টিটুল/এমআই