প্রতিবেশীকে ‘ফাঁসাতে’ ৯৯৯-এ কল করলেন আ.লীগ নেতা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২১:৫৭

আওয়ামী লীগ নেতা অরন্ডি কাশেম। ছবি : সংগৃহীত।
কুমিল্লা সদর দক্ষিণে গভীর রাতে পাশের বাড়ির প্রতিবেশীকে ফাঁসাতে ৯৯৯-এ কল করেন অরন্ডি কাশেম নামে এক আওয়ামী লীগ নেতা। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা না পেয়ে বিব্রত হয়।
পুলিশ বলছে, মিথ্যা তথ্য দিয়ে ৯৯৯-এ কল করাটা ঠিক হয়নি। প্রতিবেশী বলছেন, ‘আমাদেরকে ফাঁসানোর জন্য এ কাজ কেন করল, তার উপযুক্ত বিচার চাই।’
শনিবার (৬ এপ্রিল) উপজেলার বারপাড়া ইউনিয়নের উত্তর বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দিবাগত রাত ১টায় আওয়ামী লীগ নেতা অরন্ডি কাশেম তার নিজের বাড়ির বাউন্ডারির একটি টিন নিজে লাঠি দিয়ে ভেঙে জরুরি সেবা ৯৯৯-এ কল করে পাশের বাড়ির মৃত ইজ্জত আলীর ছেলে আমিরুল ইসলামকে (৫৫) দোষী সাব্যস্ত করতে নাটক সাজান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সত্যতা পায়নি।
প্রতিবেশী আমিরুল ইসলাম বলেন, ‘আমরা রাতে ঘুমিয়ে ছিলাম। পুলিশ ঘটনার সত্যতার জন্য রাতে কল করেছে এবং সকালে থানায় এ বিষয়ে জিজ্ঞেস করেছে। ঘটনার সাথে সম্পৃক্ত না থাকায় আমাদের বিভিন্ন ভালো পরামর্শ দিয়েছে। তবে আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। মিথ্যা কথা বলে যদি ৯৯৯-এ কল করে তাহলে আরেক সময় সত্য ঘটনা হলে পুলিশ ঘটনাস্থলে যেতে চিন্তা করবে। তাই আমি মিথ্যা অভিযোগকারী কাশেমের উপযুক্ত শাস্তি চাই।’
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘জরুরি সেবায় কেউ কল করলে আমরা দ্রুত সেবা দিতে বাধ্যে। তবে স্বামী-স্ত্রী ঝগড়া চলছে বা অহেতুক কাজে কল করাটা ঠিক নয়। এমনকি মিথ্যা তথ্য দিয়ে ৯৯৯-এ কল করলে আমরা আরও বিব্রত হই। এসব কাজ না করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।’
- সোহাইবুল ইসলাম সোহাগ/এমজে