১৫ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে এল ৪ সন্তান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:১১

ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে ৪ সন্তান প্রসব করেছেন। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে বাসাইল উপজেলার জতুকী গ্রামের প্রবাসী রতি সরকারের স্ত্রী আখি সরকার (২১) ৪ সন্তান প্রসব করেন।
তবে, চার সন্তানের মধ্যে এক সন্তান মায়ের গর্ভে থাকাকালীনই মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। জীবিত ৩ জন সন্তানকেই কুমুদিনী হাসপাতালের শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রেখে সার্বিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।
গৃহবধূ আখির ভাবি শিল্পী রানী সরকার বলেন, ‘১৫ বছর পর আমাদের ঘর আলোকিত করে ৩ সন্তান পৃথিবীতে এসেছে। আমরা খুবই খুশি। তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করছি।’
পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ বছর আগে রতি-আখি দম্পতির বিয়ে হয়। প্রথম বছরেই তাদের এক ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তবে মাত্র ৪ দিন পর সে মারা যায়। এরপর তাদের এক মেয়ে সন্তান হয়। বিয়ের ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তান প্রসব করার ঘটনায় পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, যদিও ১ সন্তানের মৃত্যু হয়েছে। জীবিত ৩ সন্তানের মধ্যে ১ ছেলে এবং ২ মেয়ে রয়েছে।
কুমুদিনী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) কর্তব্যরত নার্স বন্যা চক্রবর্তী বলেন, ‘স্বাভাবিক আড়াই কেজির তুলনায় ৩ বাচ্চার ওজন প্রায় দেড় কেজি করে। তবে তাদের খুব যত্নসহকারে চিকিৎসা চলছে।’
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের (ইন্টার্নি) এনআইসিইউ'র দায়িত্বে থাকা ডাক্তার নাজিয়া বলেন, ‘বাচ্চাগুলোর ওজন কম এবং তাদের ব্লাড সুগারও কম ছিল। তবে ব্লাড সুগার ঠিক হলে তারা পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে বলে আশা করছি। মা-ও ভালো আছেন।’
রাব্বি ইসলাম/এমআই