Logo

সারাদেশ

ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২১:৫৬

ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে ডেকে সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে।

স্থানীয়রা জানান, শিলখুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক পাকা করার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর মধ্যে সীমান্তসংলগ্ন এলাকায় খোঁড়াখুঁড়ির সময় বিএসএফ বাধা দেয়।

স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, রোববার রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ভেকু দিয়ে খননকাজ করছিলেন। এ সময় কাঠগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মাটি খোঁড়ার কাজ চলাকালে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলাকার শালমারা দিগলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে বাধা দেন। পরে তারা বিজিবিকে সড়ক নির্মাণ বন্ধ রাখার অনুরোধ জানায়। এ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে একটি সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

এলজিইডির প্রকল্পের ঠিকাদার শাহিন সিকদার জানান, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের ২ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দে আড়াই কিলোমিটার সড়ক পাকা করার কাজ চলছে। এর মধ্যে বিদ্যালয়ের কাছাকাছি সীমান্তসংলগ্ন প্রায় ২৫০ মিটার সড়ক নির্মাণে বিএসএফ বাধা দিয়েছে। তবে বাকি অংশের কাজ স্বাভাবিকভাবে চলছে। বিজিবি-বিএসএফ আলোচনা সাপেক্ষে এই অংশের কাজও সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া শাখা জানিয়েছে, এ বিষয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেনি। পরবর্তীতে প্রয়োজন হলে বিস্তারিত জানানো হবে।

ফজলুল করিম ফারাজী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর