আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৩৮
-67f50acbbca8e.jpg)
ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে পাট ও উফশী আউশ ধান ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বিতরণ করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, আলফাডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯৫০ জন কৃষককে এক কেজি করে উন্নত জাতের পাট, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ১০০ জন কৃষককে ৫ কেজি করে উফশী জাতের আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
রাকিবুল/এমবি