Logo

সারাদেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে গোয়াইনঘাটে কলেজ ছাত্রদলের বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৯:৩৭

গাজায় গণহত্যার প্রতিবাদে গোয়াইনঘাটে কলেজ ছাত্রদলের বিক্ষোভ

কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন ছাত্রদলকর্মীরা | ছবি : বাংলাদেশের খবর

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা সরকারি কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের হয়ে প্রধান ফটকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহমদ ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

তারা বলেন, গাজা ও রাফায় গণহত্যা ইস্যুতে বিশ্ব মুসলিম সম্প্রদায় উদাসীনতার পরিচয় দিচ্ছে। গাজা আজ মৃত্যু উপত্যকা। কিন্তু জাতিসংঘ কোনও কার্যকরী উদ্যোগ নিচ্ছে না। সংস্থাটির কার্যক্রম  হাস্যকর হয়ে উঠেছে।

মিছিল শেষে প্রধান ফটকে সমাবেশে ছাত্রনেতারা  | ছবি : বাংলাদেশের খবর

নারকীয় এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে নেতারা আরও বলেন, ইসরাইলি পণ্যগুলোকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করাসহ তাদের দোসরদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদলনেতা সাইফুর রহমান, বিলাশ, হালিম, শাকিল, সুমন, আল আমিন, মারুফ, মাসুদ, শাওন, তারেক, জিলানী, বাবর, আহমদ মুমীন, শেরগুল, তোফায়েল, রানা প্রমুখ। 

আদিল আহমদ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর