Logo

সারাদেশ

গাজীপুরে ছাত্রলীগ নেতা মেরাজ গ্রেপ্তার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৫০

গাজীপুরে ছাত্রলীগ নেতা মেরাজ গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার খাড়াজোরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ।

অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি মেরাজ মিয়ার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মেরাজ মিয়া ২০২৪ সালের ৫ আগস্ট কালিয়াকৈরে ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনায় ছাত্র ও সাধারণ জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার (তারিখ : ০২/১১/২০২৪) এজাহারভুক্ত ৮৭ নম্বর আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে চলাফেরা করছিলেন।

গ্রেপ্তারকৃত মেরাজ মিয়া কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার বাসিন্দা এবং আব্দুর রাজ্জাকের ছেলে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার একজন পলাতক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর