খাগড়াছড়িতে বিলুপ্ত গুইসাপ উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২১:০৩
-67f68c5801ff4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ি বন বিভাগ বিলুপ্ত প্রজাতির ৪টি গুইসাপ উদ্ধার করে অবমুক্ত করেছে। বুধবার (৯ এপ্রিল) বিকালে মধুপুর বাজার থেকে সাপগুলো উদ্ধার করে আলুটিলার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
বন কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি বন বিভাগের টিম মধুপুর বাজার থেকে সাপগুলো বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে। এরপর সেগুলো সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিঞা বলেন, ‘গুইসাপ প্রকৃতির জন্য উপকারী। এগুলো রক্ষা করলে বন ও বন্যপ্রাণীও রক্ষা হবে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।’
ছোটন বিশ্বাস/এআরএস