Logo

সারাদেশ

সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ শহরে স্থানান্তরে সহযোগিতার আশ্বাস

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২১:১২

সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ শহরে স্থানান্তরে সহযোগিতার আশ্বাস

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ শহরে স্থানান্তরে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন। এ জন্য তিনি পাঠদানে উপযুক্ত ভবনের সন্ধান ও প্রয়োজনীয় কাগজাদি সরবরাহ করার কথা বলেন।

বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিনের শান্তিগঞ্জস্থ অস্থায়ী কার্যালয়ে মতবিনিময়কালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দকে এ আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, সদস্যসচিব ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মোনাজ্জির হোসেন সুজন, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির শামসউদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সদস্য আকবর আলী, আ ত ম মিছবাহ, নজরুল ইসলাম প্রমুখ।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ শহরের নিকটবর্তী এলাকায় স্থাপনের দাবি দীর্ঘদিনের। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী এমএ মান্নান জেলা সদরকে পাশ কাটিয়ে নিজ এলাকায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপনের স্থান নির্ধারণ করেন।

ইতিপূর্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজ, টেক্সটাইল কলেজসহ একাধিক প্রতিষ্ঠান নিয়ে যান নিজ এলাকা শান্তিগঞ্জে। উন্নয়ন বৈষম্যের শিকার সুনামগঞ্জের সচেতন মহল এ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

বর্তমানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন কমিটি এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন।

আব্দুল হালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর