Logo

সারাদেশ

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২১:২৮

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

নীলফামারীর ডিমলা উপজেলার সদর এলাকার সীমা সিনেমা হল সংলগ্ন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) ভোর পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে দুটি বসতবাড়ির আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমলা সদরের বাবুরহাট সীমা সিনেমা হল সংলগ্ন আব্বাস আলীর ছেলে সাকিল আল কদর এবং উপজেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকার বসত বাড়িতে বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে তাদের দুটি থাকার রুমের ভেতরের আসবাবপত্র, জামাকাপড় এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত সাকিল আল কদর জানান, আগুনে তার ছেলে আসিফ আল আমিন, কন্যা নুরে জান্নাত ও সাদিয়া আক্তার আম্বিয়ার শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবার প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি নাশকতার ঘটনা হতে পারে।

খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাসেদ খান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর