Logo

সারাদেশ

পাবিপ্রবিতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৯:০৫

পাবিপ্রবিতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন দশতলা ভবনের একটি কক্ষ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভবনের নির্মাণকাজ শেষে বুধবার সকালে একদল ভবন পরীক্ষক হ্যামার টেস্টসহ বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা চালাতে গেলে তীব্র দুর্গন্ধ পান। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান তারা।

প্রশাসন তাৎক্ষণিকভাবে পাবনা জেলা পুলিশকে অবহিত করলে পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

পরে ভবনের দশতলার একটি কক্ষের মেঝেতে রশি প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। গলায় ছিল ফাঁসির দাগ। মরদেহের পাশ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন সাংবাদিকদের জানান, মরদেহটির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ঘটনাটি ঈদের আগেই ঘটেছে। পচন ধরায় এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ভবন পরীক্ষকরা দুর্গন্ধ পেয়ে আমাদের জানান। পরে আমরা বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এস এ কামাল/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর