ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

মির্জাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৯:৩৬

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার আগের দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সিয়াম (১৮) নামে এক শিক্ষার্থী। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম বেলতৈল গ্রামের সৌদি প্রবাসী আমিনুর রহমানের ছেলে। সে স্থানীয় বংশাই স্কুল অ্যান্ড কলেজ থেকে আজ (বৃহস্পতিবার) শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
জানা গেছে, পরীক্ষার আগের দিন সিয়াম পড়ালেখা না করে মোবাইল ফোনে ব্যস্ত থাকায় তার মা শাসন করেন। এর কিছুক্ষণ পর ঘরের আড়ার সঙ্গে কোমরের বেল্ট দিয়ে সে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাব্বি ইসলাম/এটিআর