চিকিৎসা শেষে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল আশরাফুলের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৪:৫৪
-67f8d8ce146ee.jpg)
গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আশরাফুল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় বিসমিল্লাহ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা মধ্যে পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আশরাফুল ময়মনসিংহের ভালুকা থেকে চিকিৎসা শেষে এমসি বাজার এলাকায় একটি গাড়ি থেকে নামেন। এরপর মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় উত্তরের দিক থেকে আসা একটি বেপরোয়া গতির খালি ট্রাকের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
নিহতের স্বজনরা জানান, আশরাফুল কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহের ভালুকায় নেওয়া হয়েছিল। শুক্রবার সকালে সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিক বলেন, রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতির ট্রাকের চাপায় ওই পথচারীর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোহেল/এমবি