Logo

সারাদেশ

বাগেরহাটে তরমুজ চাষিদের পাশে বিএনপি নেতা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৪:৫৬

বাগেরহাটে তরমুজ চাষিদের পাশে বিএনপি নেতা

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের কচুয়ায় তরমুজের চাঁদামুক্ত ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির নেতা খান মনিরুল ইসলাম। শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার চরশোনাকুর গ্রামে তরমুজ ক্ষেত পরিদর্শনের পর তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজরা আছাদুর ইসলাম পান্না, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, মঘিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লালসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষকরা জানান, প্রতি মৌসুমে বিপুল পরিমাণ তরমুজ বিক্রিকে ঘিরে কিছু অসাধু ব্যক্তিরা চাঁদা আদায় করত। তবে বর্তমানে এমন ঘটনা ঘটেনি।

মতবিনিময় সভায় খান মনিরুল ইসলাম বলেন, ‘চরশোনাকুরসহ বিভিন্ন এলাকায় একসময় তরমুজ চাষ ও পরিবহন সেক্টরে চাঁদাবাজি হতো। এখন দেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে। নতুন বাংলাদেশে আমরা চাঁদামুক্ত ব্যবসা নিশ্চিত করতে চাই। কেউ অনৈতিক সুবিধা চাইলে আইনশৃঙ্খলা বাহিনী বা স্থানীয় নেতাদের জানান।’

বিএনপি নেতাদের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। চরশোনাকুরের কৃষক আজিজুল বলেন, ‘বছরের পর বছর আমরা তরমুজ চাষ করি। কিন্তু এখন আগের মতো চাঁদার ভয় নেই। এবার কেউ চাঁদা চায়নি, বিএনপির নেতারা পাশে থাকায় সাহস পেয়েছি।’

আরেক কৃষক রহিম বলেন, ‘নেতারা স্পষ্ট করে বলেছেন—কারও কাছে টাকা দেওয়া যাবে না। কেউ জোর করে কম দামে কিনতে চাইলে জানাতে বলেছেন। এতে চাষিরা উপযুক্ত দাম পাবে।’

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, কচুয়ার মঘিয়া ইউনিয়নের প্রায় ২০০ একর জমিতে তরমুজ চাষ হয়েছে। প্রতি বিঘায় গড়ে ১ হাজার থেকে ১২০০ পিস তরমুজ উৎপাদন হচ্ছে। প্রতিবিঘা তরমুজ বিক্রি হচ্ছে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ২৫ হাজার টাকায়।

শেখ আবু তালেব/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর