-67f8dfce44fd6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে জাকারিয়া হোসেন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নারী ওই গ্রামেরই বাসিন্দা। তিনি মাঠে হাঁসের জন্য শামুক কুড়াতে গেলে একা পেয়ে জাকারিয়া তাকে কুপ্রস্তাব দেয়। তিনি রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দিলে জাকারিয়া সঙ্গে থাকা কাঁচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় ওই নারী মাঠের পাশে একটি বাড়ির উঠানে এসে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার গলা, কানের নিচে ও দুই হাতে গুরুতর জখম হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত জাকারিয়া পলাতক।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, এখনো লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেহেদী হাসান তানিম/এআরএস