Logo

সারাদেশ

চেঙ্গী নদীতে ডুবে দুই কিশোরীর মৃত্যু

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৫:৩৪

চেঙ্গী নদীতে ডুবে দুই কিশোরীর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (১৭) ও পিয়াসি চাকমা (১৪) নামের দুই কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শামুক খুঁজতে গিয়ে নদীর তীরে অবস্থানকালে ভারসাম্য হারিয়ে রিয়া নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে পিয়াসিও নদীতে ঝাঁপ দেয়। গভীর পানির কারণে দুজনই ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে এক ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রিয়া চাকমা রূপায়ন চাকমার এবং পিয়াসি চাকমা বিদেশী চাকমার মেয়ে। বিষয়টি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা নিশ্চিত করেছেন।

সাংগ্রাই উৎসবের প্রস্তুতির মাঝে এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর