Logo

সারাদেশ

ইউনাইটেড ক্লাবের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৮:০৯

ইউনাইটেড ক্লাবের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ছবি : বাংলাদেশের খবর

ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ সমাবেশ করেছেন বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সদস্যরা।  

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে শিবচরের বরহামগঞ্জ বাজার এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইংরেজি ভাষায় লেখা প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে ক্লাবের সদস্যরা ইসরায়েলের হামলার নিন্দা জানান।  

সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে চলমান সহিংসতা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি তারা ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দেন।  

প্রতিবাদ সমাবেশে সাংবাদিক অপূর্ব চৌধুরী জয় বলেন, ‘আমি সনাতন ধর্মাবলম্বী হয়েও এই প্রতিবাদে অংশ নিয়েছি। এটি শুধু মুসলমানদের নয়, বাংলাদেশের সব নাগরিকের প্রতিবাদ।’

সমাবেশে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সভাপতি সোহেল খান, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম খান, সহসাংগঠনিক সম্পাদক মো. তারেক মাদবর, হিমেল ও সদস্য নিরব গোমস্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. খলিল মিয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর