Logo

সারাদেশ

ফিলিস্তিন সংকটে সরকারের সক্রিয় ভূমিকা চায় জনগণ : রহমাতুল্লাহ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২০:২২

ফিলিস্তিন সংকটে সরকারের সক্রিয় ভূমিকা চায় জনগণ : রহমাতুল্লাহ

জনগণ ফিলিস্তিন সংকটে সরকারের সক্রিয় ভূমিকা চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে স্বাধীনতা ফোরাম বরিশাল শাখার সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রহমাতুল্লাহ বলেন, ‘ফিলিস্তিনে যে বর্বরোচিত হামলা চলছে, তা মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সরকারের কাছ থেকে সক্রিয় হস্তক্ষেপ প্রত্যাশা করে। শুধু নীরব নিন্দা নয়, আন্তর্জাতিক পরিসরে সরব ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংঘাত নয়, শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তাই আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন সংকট নিরসনের আহ্বান জানাচ্ছি।’

সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি সবসময় নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে ছিল এবং থাকবে। বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন হলেও এ সংকটে নৈতিক ও কূটনৈতিকভাবে সরাসরি ভূমিকা রাখা উচিত।

বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি হুমায়ুন কবির, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুদ হোসেন, জাহিদুর রহমান রিপন, স্বাধীনতা ফোরামের মহানগর শাখার সদস্যসচিব নাজমুস সাকিব প্রমুখ।

জেআই জুয়েল/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর