দুনিয়ায় অশান্তির মূল হোতা আমেরিকা : চরমোনাই পীর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২১:৩৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, ‘ফিলিস্তিনে মুসলমান ভাই-বোন ও ছোট বাচ্চাদের ওপরে যে অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এটা কোনো আদর্শ, মানবতা হতে পারে না। আসলে ইসরায়েলসহ পুরো দুনিয়ায় যত অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে-জ্বালাচ্ছে এর মূল হোতা হলো আমেরিকা।’
শনিবার (১২ এপ্রিল) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহীদ মিনার চত্বরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সারা দুনিয়ায় নীতি আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। এর ভেতরে নীতি আদর্শের নাম হলো সমাজতন্ত্র, প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ও ইসলাম। এর মধ্যে সমাজতন্ত্র, প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদসহ আমরা যেটা দেখেছি, এর মাধ্যমে দুনিয়াতে মানুষ শান্তি পাইনি। আর আখেরাতে মুক্তির চিন্তাও করা যায় না।’
তিনি বলেন, ‘বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্যরা যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায়। অথচ পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা হয় আমেরিকায়। এই নীতি আদর্শের মাধ্যমে যদি শান্তি থাকত, তাহলে আমরা তা দেখতে পেতাম আমেরিকায়। কিন্তু সেখানেই অশান্তির আগুন জ্বলছে।’
চরমোনাই পীর বলেন, ‘বাংলাদেশে শতকরা ৯২ জন মুসলমান বসবাস করে। ওই নীতি আদর্শের মাধ্যমে আমাদের দেশ শান্তিতে থাকবে, এটা চিন্তা করা বোকার স্বর্গে বাস করা ছাড়া কিছু না। এ জন্য আমরা সর্বত্র ইসলামী নীতি আদর্শের সাথে জড়িয়ে থাকব।’
ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে এই দলের মার্কা বা দলীয় কোনো ব্যানারে একজন এমপিও সংসদে যায়নি। কারণ, আমাদের চিন্তা হলো এই দেশের ভেতরে ইসলাম নামক গাছটা মজবুত করা। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ আমাদের সহযোগিতায় শক্তিশালী হবে, এটা আমরা চাইনি।’
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমরা চাই ইসলাম নামক গাছটা শক্তিশালী হোক এবং ইসলামই থাকবে, এই বাংলাদেশের মসনদে ক্ষমতায় বসে দেশ পরিচালনা করবে।’
বুরহান উদ্দীন/এমজে