
চাঁদপুরে বাংলা বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলার উদ্বোধন হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেলার সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হলে, আমি বিশ্বাস করি, সমাজে তাদের মর্যাদা বাড়বে। পারিবারিক জীবনে গুরুত্ব বাড়বে। এটি শুধুমাত্র নারীদের আয়োজন, সে জন্য মেলার অনুমোদন দিয়েছি। আর এই মেলায় শুধুমাত্র চাঁদপুরের উদ্যোক্তারাই অংশগ্রহণ করতে পারবেন। এর বাইরে কাউকে পাওয়া গেলে মেলার অনুমোদন বাতিল হবে ‘
তিনি বলেন, আমাদের নৈতিক দায়িত্ব নারীদের প্রমোট করা।
বর্ষবরণ উদযাপন প্রসঙ্গে বলেন, আমাদের চাঁদপুর স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হবে। আমি চাই সেদিন চাঁদপুরের সকল মানুষ অংশগ্রহণ করুক। আমাদের সংস্কৃতি কেন্দ্র একটি ভালোমানের শোভাযাত্রার চেষ্টা করছে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা।
চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার বলেন, ‘১২ এপ্রিল থেকে এই মেলা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মেলাতে প্রায় অর্ধশত স্টল তৈরি করা হয়েছে। বহু উদ্যোক্তা তাদের পণ্যসামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। এ ছাড়াও মেলাতে বিনোদনসহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।’
আলআমিন ভূঁইয়া/এমজে