Logo

সারাদেশ

ফেনীতে 'মার্চ ফর গাজা' কর্মসূচি পালিত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২০:০৭

ফেনীতে 'মার্চ ফর গাজা' কর্মসূচি পালিত

ছবি : বাংলাদেশের খবর

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ফেনীতে 'মার্চ ফর গাজা' কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের মিজান ময়দানে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, এবিপার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক পার্টি, ওলামা মাশায়েখ পরিষদসহ ২০টি সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন হেফাজত ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমান। পরিচালনা করেন ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক।

বক্তব্য দেন জামায়াত নেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, পরশুরামের সাবেক মেয়র আবু তালেব, জামায়াতের জেলা আমীর মুফতি আবদুল হান্নান, হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জাহিদুল ইসলাম, খেলাফত আন্দোলনের জয়নাল আবেদীন, ইমাম সমিতির হাফেজ জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি মুহাইমিনুল তানজিম, স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেল প্রমুখ।

পরে মিজান ময়দান থেকে একটি মিছিল বের হয়ে মিজান রোড, ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে মহিপাল এলাকায় গিয়ে শেষ হয়।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর