Logo

সারাদেশ

যুবদল নেতার ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৩:৫৮

যুবদল নেতার ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

ফরিদপুর জেলা যুবদল নেতা, জুলাই বিপ্লবের অন্যতম সদস্য রনজিত বিশ্বাসের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

বুধবার (১৬ এপ্রিল) সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা আওয়ামী লীগের পলাতক সভাপতি শামীম হকের সহযোগী হিসেবে পরিচিত হামলাকারী লাবলু, রকি, সজিব ও আজাদকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তারা থানার সামনে ঘেরাও কর্মসূচি পালন করবেন।

এ সময় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিতাই রায় চৌধুরী ও আহত রনজিত বিশ্বাসের স্ত্রী ইপা বিশ্বাস।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল রাতে বাড়ি ফেরার পথে রনজিত বিশ্বাসের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অপূর্ব অসীম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর