ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৬
-6801f537bb919.jpg)
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে কনস্টেবল শামীম রেজার (৩১) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের নতুন ভবনের শয়নকক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। শামীম রেজা কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ৬ মাসে আগে দর্শনা ইমিগ্রেশন পুলিশে যোগদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা ৬টা মধ্যে দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের সকল কার্যক্রম শেষ হয়। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে খাওয়া-দাওয়া শেষে জয়নগর চেকপোস্টের নতুন ভবনের দ্বিতীয় তলায় নিজের কক্ষে ঘুমাতে যান কনস্টেবল শামীম। সকালে তিনি ঘুম থেকে না ওঠায় তার সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। তবে কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা পরে জানালা দিয়ে দেখেন শামীম গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছেন। পরে তারা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন।
ফেরদৌস ওয়াহিদ/এমএইচএস