মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৯

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আকরাম হোসেন (৫২) নামে এক বাসচালককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই র্যাব-৫ এর অভিযানে মামলার প্রধান আসামি নান্টুসহ দুইজনকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে র্যাব-৫। তারা জানায়, গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এর আগে, গত ১৬ এপ্রিল রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারি শহীদ মিনার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকরাম পেশায় বাস ড্রাইভার ছিলেন। তার মেয়ে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাকে উত্ত্যক্ত করছিল প্রতিবেশী নান্টু (২৮) ও তার সহযোগীরা। বিষয়টি আকরাম জানতে পেরে প্রতিবাদ করেন এবং নান্টুর পরিবারকে জানান।
এতেই ক্ষিপ্ত হয়ে নান্টু ও তার লোকজন আকরাম ও তার ছেলে ইমাম হোসেনের ওপর হামলা চালায়। লোহার রড, বাঁশ ও ইট দিয়ে বেধড়ক পেটানো হয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে আকরামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনায় নিহতের ছেলে ইমাম হোসেন বোয়ালিয়া মডেল থানায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব-৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে নওগাঁর রামরায়পুর আড়ায়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নান্টু ও আরেক আসামি খোকন মিয়াকে (২৮) গ্রেপ্তার করে।
র্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
জেসি/এটিআর