বাস-ইজিবাইক সংঘর্ষ
আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৬

বাগেরহাটে বাস-ইজিবাইকে মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হন।
নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন, নিহতের বাবা মজিবর গাজী (৫০), প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তোমেজ উদ্দীন জানান, সিয়াম ও তার বাবা এক প্রতিবেশীকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হন। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাস্তার পাশে একটি বন্ধ ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক ও যাত্রীবাহী বাস, কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্র্যাককে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।’
আবু তালেব/এমজে