
ফেনীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. ইসমাঈল হোসেন (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৯ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোন সাহাদ্দা গ্রামে নিজাম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবু তাহের ও সহকারী পরিদর্শক আবুল বশরের সমন্বয়ে গঠিত একটি টিম।
অধিদপ্তরের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ইসমাঈলের বসতঘর থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ইসমাঈল ওই গ্রামের বতু মিয়ার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবু তাহের বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক ইসমাঈলকে থানায় সোপর্দ করা হয়েছে।
- এমরান পাটোয়ারী/এটিআর