সরাইলে মাদক সেবনে মাতলামি, যুবকের কারাদণ্ড

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:৫৬

ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবন করে মাতলামি করার অপরাধে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।
সাজাপ্রাপ্ত মানিক মিয়া উপজেলার চুন্টা ইউনিয়নের করাতকান্দি এলাকার মনসুর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, মনিরবাগ এলাকায় মাদক সেবন করে জনসমক্ষে মাতলামি করছিলেন মানিক মিয়া। খবর পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযানকালে সরাইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রিমন খান/এমবি