নারী-পুরুষদের স্বাবলম্বী করতে ফেনী জামায়াতের ছাগল বিতরণ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৮:১২

ফেনীতে দুস্থ ও অসহায় নারী-পুরুষকে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামী। এ উপলক্ষে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৮ নারী-পুরুষের মাঝে ছাগল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
শনিবার ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এসব ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। ওয়ার্ড সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, ইউনিয়ন আমির মো. জাহাঙ্গীর আলম, ওলামা বিভাগের ইউনিয়ন সেক্রেটারি মুফতি আবদুল খালেক, ব্যবসায়ী কাউছার আহমেদ ও রাজাপুর ইউনিয়নের অফিস সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি হান্নান বলেন, আমরা শুরুতেই সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাধ্যমে স্বাবলম্বীকরণ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে পুরো জেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম চালু করা হবে।
এমরান পাটোয়ারী/এমবি