Logo

সারাদেশ

গর্তে ভরা চকরিয়ার প্রধান সড়ক, বর্ষার আগেই মেরামতের দাবি

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৯:০৫

গর্তে ভরা চকরিয়ার প্রধান সড়ক, বর্ষার আগেই মেরামতের দাবি

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের চকরিয়ার গুরুত্বপূর্ণ কে.বি জালাল উদ্দীন সড়কের (বদরখালী-মহেশখালী) বিভিন্ন স্থানে গর্তের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বৃষ্টির সময় গর্তে পানি জমে ঘটছে নিয়মিত দুর্ঘটনা।

শনিবার (১৯ এপ্রিল) সকালে থানা রাস্তার মাথা থেকে চোয়ারপাড়ি পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টে গর্তের কারণে যানজটে ভোগান্তি পোহাতে হয় পথচারী ও যানবাহন চালকদের।

স্থানীয় ব্যবসায়ী মিরাজুল ইসলাম বলেন, ‘সড়কের ধুলাবালি ও গর্তের কারণে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।’

রিকশাচালক কলিম উল্লাহ জানান, ‘চৌধুরী ভবনের পাশে এত বড় গর্ত হয়েছে যে ব্যাটারিচালিত যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।’

বর্ষার আগেই সড়কের গর্ত মেরামতের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

চকরিয়া সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ‘সড়ক মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। দুই এক মাসের মধ্যে কাজ শুরু হবে। তবে জরুরি ভিত্তিতে কাল-পরশুর মধ্যেই কিছু অংশ মেরামতের ব্যবস্থা করা হবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর