Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে মিছিল

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৯:২০

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে মিছিল

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় পুলিশের বাধার মুখে পড়েছেন শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, ১৫ এপ্রিল রাতে রাঙামাটির কাউখালী উপজেলার আম্রং (বড়ডলু পাড়া) এলাকায় এক মারমা তরুণীকে গণধর্ষণ করা হয়। ঘটনার পর ধর্ষকরা পালিয়ে গেলেও ভুক্তভোগী তরুণী বর্তমানে চিকিৎসাধীন।

এ ঘটনায় কাউখালী থানায় জিডি করা হলেও তিন দিনেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। এমন অভিযোগ তুলে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। তারা বলেন, পাহাড়ি নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেলেও বিচার হচ্ছে না।

বিক্ষোভ মিছিলে মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক উক্যনু মারমা এবং অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পুলিশের বাঁধা নিয়ে খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃদা জানান, নিরাপত্তার কারণে বাঁধা দেওয়া হয়েছে।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর