Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২০:৪৫

মুন্সীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ারে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গজারিয়াকান্দি এলাকায় শহর আলী পাগলার মাজারসংলগ্ন একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. বাঁধন (২৫)। তিনি গোসাইবাগ এলাকার মো. মিন্টু শেখের ছেলে।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বাঁধনের মানসিক সমস্যা ছিল। এর আগেও তিনি মুক্তারপুর সেতু থেকে লাফ দেওয়ার চেষ্টা ও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রথমে পরিচয় শনাক্ত না হলেও পরে পিবিআইয়ের সহায়তায় তা শনাক্ত করা হয়। আইনগত প্রক্রিয়া চলমান।’

আবু সাঈদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর