আধুনিক হাসপাতাল ও ৬ লেন মহাসড়কের দাবিতে বরিশালে গণআন্দোলন

বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২০:৫৩
-6803b8e708973.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আধুনিক আন্তর্জাতিক মানের হাসপাতাল ও ছয় লেনের মহাসড়কের দাবিতে বরিশালে গণআন্দোলন শুরু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নগরের সদর রোডে লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হয়।
দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ‘সর্বস্তরের বরিশালবাসী’র ব্যানারে একত্রিত হন।
আন্দোলনকারীরা জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু মহাসড়কে প্রতিদিন হাজারো যান চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যানজটও চরম।
একজন বাসচালক বলেন, ‘এই রাস্তায় গেলেই মনে হয় বাঁচব না।’
এদিকে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার সংখ্যা ১ হাজার হলেও প্রতিদিন গড়ে ৩ হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসে। যন্ত্রপাতির অভাব, আইসিইউ সংকটসহ সেবা ব্যাহত হচ্ছে।
চীনের সহায়তায় বাংলাদেশে তিনটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনায় বরিশালের নাম না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা।
বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন বলেন, ‘জমি দিতে প্রস্তুত, কিন্তু হাসপাতাল বরিশালেই চাই।’
চেম্বারের সদস্য মাহফুজ খান বলেন, ‘উন্নয়ন যদি হয় শুধু ঢাকা-চট্টগ্রামে, তাহলে বরিশালবাসী বঞ্চিতই থেকে যাবে।’
নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও প্রচার চলছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।
জেআই জুয়েল/এআরএস