Logo

সারাদেশ

টোল বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জ বাজারে মাছ বিক্রি বন্ধ

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২১:০১

টোল বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জ বাজারে মাছ বিক্রি বন্ধ

ছবি : বাংলাদেশের খবর

টোল বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরের মাছ বাজারে মাছ বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে ইজারাদারের লোকজন প্রতি খাঁড়িতে ১২০ টাকা টোল আদায়ের চেষ্টা করলে বিক্রেতারা তা মেনে না নিয়ে প্রতিবাদে মাছ বিক্রি বন্ধ করে দেন।

ঘটনার সময় বাজারে হট্টগোল হয়। পরে মাছ বিক্রেতারা থানায় গেলে ওসি সাইফুল আলম উভয় পক্ষকে বসে সমঝোতার পরামর্শ দেন।

এদিকে বাজারে গিয়ে অনেক ক্রেতা মাছ না পেয়ে ফিরে যান।

মাছ বিক্রেতারা জানান, আগে ৫০–৭০ টাকা টোল দিলেও হঠাৎ করে ১২০ টাকা দাবি করা হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না।

ইজারাদার মো. মহিউদ্দিন বলেন, ‘সরকারি নিয়ম মেনে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে টোল আদায় হতো খাস কালেকশন পদ্ধতিতে। এখন আমরা নিয়মমাফিক আদায় করতে গেলে বিক্রেতারা অযৌক্তিভাবে বিরোধিতা করছেন।’

মো. আবু সাঈদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর