Logo

সারাদেশ

কড়া নিরাপত্তায়ও চলল পকেটমারি, ম্যাজিস্ট্রেট দিলেন সাজা

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২১:১৪

কড়া নিরাপত্তায়ও চলল পকেটমারি, ম্যাজিস্ট্রেট দিলেন সাজা

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাইতলা পশুর হাটে প্রথম দিনই কড়া নিরাপত্তার মধ্যেও ঘটেছে চুরির ঘটনা। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে হাটে এক ব্যবসায়ীর পকেট থেকে টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়েন দুই ব্যক্তি।

আটক ওয়াসিম মিয়া (৩৫)। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা। তার সহযোগী আবদুর রহিম মিয়া (৬৫) নামে আরেক ব্যক্তিকেও আটক করা হয়।

ঘটনার পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওয়াসিমকে ৭ দিনের কারাদণ্ড এবং রহিমকে ২০০ টাকা জরিমানা করেন।

শনিবার সারাদিন হাটজুড়ে প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে দিনব্যাপী নিরাপত্তা ব্যবস্থা ছিল। তারপরও এ ঘটনায় হাটজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সহকারী কমিশনার মাসুদুর রহমান জানান, জনগণের নিরাপত্তায় প্রশাসনের নজরদারি সবসময়ই অব্যাহত থাকবে।

রাব্বি ইসলাম / এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর