কুমিল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২১:৪২
-6803c45f44b6e.jpg)
ছবি : সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির এক নেতার বিরুদ্ধে প্রবাসীর ১৬ শতক ১৮ পয়েন্ট জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ইতালি প্রবাসী আমিনুল ইসলামের বাবা নূর আহাম্মদ।
শনিবার (১৯ এপ্রিল) সকালে বাজারের পাশে ওই জমি উদ্ধারের দাবিতে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন ৭০ বছর বয়সী নূর আহাম্মদ।
নূর আহাম্মদের ভাষ্য, তাঁর ছেলে জমিটি কিনে মাটি ভরাট করে ঘর করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু চৌদ্দগ্রাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান শাহারিয়ার খাঁ সেখানে টিনসেট দিয়ে ঘর তুলে জমি দখল করে নেন। বাধা দিলে তাঁকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাসান শাহারিয়ার খাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক তাহের পলাশী বলেন, ‘এসব অনৈতিক কাজ করলে তাকে পুলিশে দিন। দলে এদের ঠাঁই নেই।’
দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘দখলদারি বিএনপির সংস্কৃতি না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে জড়ালে বহিষ্কারসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, ‘ফৌজদারি অপরাধের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস