ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৩

ছবি : বাংলাদেশের খবর
চুয়াডাঙ্গা পৌর শহরের রেললাইনে ট্রেনে কাটা পড়ে মিনাল হোসেন (২৩) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন দশপকেট এলাকায় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনাল হোসেন ইসলামপাড়া এলাকার মৃত মিণ্টু হোসেনের ছেলে। মানসিক ভারসাম্য হারানোর আগে তিনি শহরের আলী হোসেন মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। তবে দেড় বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য হারান বলে জানান তার স্বজনরা।
স্থানীয় যুবক তারিক হোসেন জানান, বিকেলে ঘোড়ামারা ব্রিজ-সংলগ্ন কাঁচা রাস্তায় মিনালের সঙ্গে দেখা হয়েছিল তার। সে সময় মিনাল জানায়, রেললাইনের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পরেই তার মৃত্যুর খবর আসে।
মিনালের মামা মিকচার আলী বলেন, ছেলেটা মোবাইল ব্যবহার করত না। বেশিরভাগ সময় বাড়িতেই থাকত। শনিবার দুপুরে খাবার খেয়ে সে সবার অজান্তে বাইরে বেরিয়ে যায়। বিকেলে শুনি, ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, পরিবার ও স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, মিনাল হোসেন দেড় বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিভিন্ন জায়গায় তার চিকিৎসাও চলছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
ফেরদৌস ওয়াহিদ/এমবি