Logo

সারাদেশ

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নিহত

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নিহত

ছবি : প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তি, উপজেলার আক্কেল মাহমুদ মুন্সী কান্দি শাহী এলাকার মফিজ খানের ছেলে ফেরদৌস।

জানা গেছে, ফেরদৌস জাজিরার পুরাতন বাজার যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে জাজিরার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কে আসার পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় তার গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান ফেরদৌস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি। 

ওসি আল আমিন বলেন, ‘একটি অপমৃত্যু মামলা হবে। তবে যদি পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করেন বিষয়টি খতিয়ে দেখা হবে। ’

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর