মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সবুজ কুঁড়ি বাংলাদেশের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।
পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখা কমিটির আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় গাছের চারা বিতরণ করা হয়। বালিগাঁও ইউনিয়ন পরিষদ ও আড়িয়ল ইউনিয়ন এলাকায় চারা বিতরণের মাধ্যমে প্রয়াত সমাজ সেবক মো. হাবিবুর রহমানকে স্মরণ করা হয়। দেশে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ সময় বিভিন্ন ধরনের ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এতে সবুজ কুঁড়ি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুব ও শিশু বিষয়ক সম্পাদক অনিক শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস. এম. এম আনিছুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল্পনা রানী, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মিয়া, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুক্তার হোসেন বেপারী, এনামুল হক ভুট্ট, সবুজ কুঁড়ি বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার সদস্য মো. ফাহিম, মো. জিহান, মো. মাহিন, মেরাজ সরদার, সিদ্ধান্ত ও নুর ইসলাম প্রমুখ।
এমএইচএস