দেশকে খাদ্যে স্বনির্ভর করেছেন জিয়াউর রহমান : হাবিব
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩
ছবি : বাংলাদেশের খবর
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বাংলাদেশের কৃষিতে যে অর্জন সেটি মূলত এসেছে বিএনপি সরকারের হাত ধরেই। দেশ কৃষিতে আজ স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে খাল কাটা কর্মসূচিসহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কারণে বাংলার ভঙ্গুর কৃষি ব্যবস্থায় বিপ্লবী উন্নয়ন সাধিত হয়। কৃষিতে আধুনিকতার ছোঁয়া লাগে। তলাবিহীন ঝুড়ি অর্থনীতির অপবাদ থেকে মুক্ত হয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন দিশা পায় এবং আধুনিক ও স্বনির্ভর অর্থনীতির যুগে প্রবেশ করে দেশ।
বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনা জেলা কৃষকদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব এসব কথা বলেন।
তার দাবি, জাতির যত শুভ অর্জন সবকিছু বিএনপি ও জিয়া পরিবারের হাত ধরেই এসেছে। এছাড়াও তিনি ভারত কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ন্যাক্কারজনক হস্তক্ষেপ ও গণমাধ্যমে অপ্রাসঙ্গিক তথ্যচিত্র প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ দিন কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি এডওয়ার্ড কলেজ গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাহিড়ীপাড়া জেলা বিএনপির কার্যালয়ে এসে আলোচনা সভায় রূপ নেয়।
জাতীয়তাবাদী কৃষকদল পাবনা জেলা শাখার সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, কেন্দ্রীয় কৃষকদলের সহমহিলা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার, কৃষকদলের রাজশাহী বিভাগীয় সম্পাদক শফিউল আলম শফি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন স্বপন, এরশাদুল হক সবুজ ও শরিফুল ইসলাম শরিফ।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সহসভাপতি হাবিবুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
শফিক আল কামাল/বিএইচ